ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফারজানা চুমকির নতুন রঙে নতুন অতিথি বরণ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি দুই বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন । পিপলু আর খানের নির্দেশনায় ‘বার্জার কালার পেইন্ট’ এর নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

এরই মধ্যে গাজীপুরের বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানালেন চুমকি। বিজ্ঞাপনটিতে ফারজানা চুমকির সাথে কো-আর্টিস্ট হিসেবে রয়েছেন মডেল তারকা শাহরিয়ার।

এই বিজ্ঞাপনটিতে ফারজানা চুমকিকে একজন গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা যাবে । নতুন রঙে নতুন অতিথিকে বরণ করে নেওয়ায় এ বিজ্ঞাপনটির থিম। এতে কাজ করা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, প্রায় দুই বছর পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম, সবমিলিয়ে কাজটি অনেক চমৎকার হয়েছে। আশাকরি নতুন বিজ্ঞাপনে ভিন্ন গটআপে আমার উপস্থিতি দর্শককে আনন্দ দিবে। ’ ফারজানা চুমকি সর্বশেষ প্রাণ সরিষার তেলের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ২০০৯ সালের মাঝামাঝি সময়ে। দুই বছর পর বিরতি নিয়ে নতুন করে নতুন গেটআপে উপস্থিত হওয়াটা নিয়েও চুমকি অনেক বেশি আশাবাদী।

ফারজানা চুমকিকে নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা পিপলু আর খান বলেন, আমরা সাধারণত এমন একজনকে মডেল হিসেবে বেছে নেই যার সাথে চরিত্রটি সবচেয়ে বেশি মানানসই হবে। এই ভাবনা থেকেই মূলত ফারজানা চুমকিকে নির্দিষ্ট চরিত্রটির জন্য নির্বাচন করে বিজ্ঞাপনটি নির্মাণ করি। আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালোলাগবে।    

আজ থেকে দু’একদিনের মধ্যে বিজ্ঞাপনটি বিটিভিসহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। ব্যক্তিজীবনে ফারজানা চুমকি এই সময়ের ভার্সেটাইল অভিনেতা মীর সাব্বিরের সহধর্মিনী। তাদের একমাত্র সন্তান ফারসাদ। বর্তমানে এটিএন বাংলায় চুমকি অভিনীত ধারাবাহিক নাটক ‘গাড়ি চলে না’ নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। নাটকটি রচনা করেছেন হুমায়ূন আহমেদ ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন ফারুক আহমেদ। এছাড়া চুমকি একই পরিচালকের যে পথ গেছে বেঁকে এবং মোহাম্মদ নোমানের ‘অহরাত্রি অহদিন’ নাটকে অভিনয় করেছেন। এই দুটি নাটকে তার বিপরীতে যথাক্রমে অভিনয় করেছেন দীনার ও লিটু আনাম।  

বাংলাদেশ সময় ১৬১০, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।