ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সোনাম কাপুর নিরাশ নন মোটেও

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বলিউডের তরুণ জুটি শহীদ কাপুর এবং সোনাম কাপুর অভিনীত ‘মওসুম’ ছবিটি গত ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবার কথা ছিল। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর আপত্তির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়।

আগামী ২৩ সেপ্টেম্বরে ছবিটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

‘মওসম’ ছবিতে ৩০ সেকেন্ডের একটি অ্যাকশন দৃশ্য নিয়ে সেন্সর বোর্ডের কাছে আপত্তি জানায় ভারতীয় বিমান বাহিনী। যার কারণে সেন্সর বোর্ড ছবিটির মুক্তি স্থগিত করে দেয়।

পরবর্তীতে শহীদ কাপুর ভারতের বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের জন্যে ব্যক্তিগতভাবে ছবিটি প্রদর্শনের আয়োজন করেন। ছবিটি দেখে তারা এর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানান সেন্সর বোর্ডের কাছে। সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর ভারতসহ অন্যান্য দেশে ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছবিটির পরিচালক পঙ্কজ কাপুর।
‘মওসম’ ছবিটিতে শহীদ কাপুরের বিপরীতে একটি কাশ্মীরি মেয়ের ভূমিকায় অভিনয় করছেন সোনাম কাপুর। ছবিটির মুক্তির বিলম্বে মোটেও নিরাশ নন সোনাম। বরং ছবিটির প্রচারণায় আরো এক সপ্তাহ সময় বেশি পেয়ে খুশিই হয়েছেন তিনি। সোনাম বলেন, ‘কঠোর পরিশ্রমের পর আমি ছবিটি মুক্তির অপেক্ষায় আছি দীর্ঘদিন। আরো সাতদিন অপেক্ষা করা তাই মোটেও বিরক্তিকর নয়। ’

কাশ্মীরের মেয়ে সোনাম ও পাঞ্জাবি ছেলে শহীদ কাপুরের সত্যিকার প্রেমের মজার সব ঘটনা নিয়ে ‘মওসম’ ছবিটির কাহিনী গড়ে উঠেছে। প্রথমবারের মত বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করে শহীদ কাপুর ছবিটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী। ভারতীয় নায়কদের মধ্যে এই প্রথম শহীদ কাপুরকেই ছবিটিতে জঙ্গী বিমান চালাতে দেখা গেছে।

বাংলাদেশ সময় ১৮১০, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।