ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যৌনপল্লীতে জন্ম নেওয়াটাই শিউলির পাপ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

মেয়েটির নাম শিউলী। তার আচার-আচরণেও শিউলী নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যায়।

শিউলী ফুলের মতোই সে কোমলমতি, সুগন্ধি ও পবিত্র। তার জীবনের গল্প নিয়ে নির্মিত নাটক ‘শিউলীনামা’। মাছরাঙ্গা টিভিতে নাটকটি প্রচার হবে ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায়।

নাটকে দেখা যাবে শিউলী পড়াশোনা করছে ইংরেজি সাহিত্যে। প্রকৃতি প্রদত্ত তীক্ষ্ণ মেধা আর জনৈক স্কুল শিক্ষক আশরাফ আলীর ঐকান্তিক সহায়তায় সে তার গ্লানিময় অতীত থেকে বেরিয়ে আসে আলোর জগতে। কিন্তু শিউলীর আসল পরিচয় জানাজানি হয়ে যাওয়ার পর ইংরেজি বিভাগের এলিট-ইজমে সে কোণঠাঁসা হয়ে পড়ে। ইউনিভারসিটি ছেড়ে যেতে বাধ্য হয় । যৌনপল্লীতে
জন্ম নেওয়াটাই যেন শিউলির পাপ। এমন একটি পিতৃ-পরিচয়হীন মেয়ের স্পর্শকাতর গল্প নিয়ে ‘শিউলীনামা’ নাটকটি লিখেছেন মহিউদ্দীন আহ্মেদ। নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সুমন।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্রোপাধ্যায়, রওনক হাসান, অর্ষা, শামিমা নাজনীন, ডেইজি আহমেদ ও আরো অনেকে।

বাংলাদেশ সময় ১৭৫৫, সেপ্টেম্বর ২১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।