ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবারও রোমান্সে রণবীর-দীপিকা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

আবারো রোমান্সে জড়াচ্ছেন রণবীর-দীপিকা! বলিউডের আলোচিত এই জুটিকে আবারও পাশাপাশি দেখা যাবে। ব্যক্তিজীবনের রেষারেষি ভুলে গিয়ে করণ জোহরের নতুন ছবি ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’-তে জুটি বেঁধে কাজ করছেন তারা।

ছবিটিতে তাদের গভীর রোমান্সে জড়িয়ে পড়তে দেখা যাবে।


রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের হৃদয়ঘটিত সম্পর্কটি বলিউডে একসময় ছিল মুখরোচক আলোচনার বিষয়। কিন্তু এই সম্পর্কটি টেকসই হয় নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একে অন্যের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। কিন্তু ভালো ছবিতে কাজ করার ইচ্ছেটা শেষপর্যন্ত তারা কেউই অবহেলা করতে পারেন নি। তাই ব্যক্তিজীবনের সব দ্বন্দ্ব ভুলে তারা আবারও একসঙ্গে কাজ করবেন বলে সিদ্ধান্ত নেন। আর এই সুযোগটি কাজে লাগালেন পরিচালক অয়ন মুখার্জি। বড়পর্দায় তিনি এই জুটিকে উপস্থাপন করছেন একাধিক রোমান্সের দৃশ্যে।

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অফ স্ক্রিনের মতই অন স্ক্রিনেও জনপ্রিয় হয়েছিলো ২০০৮ সালে ‘বাচনা এ হাসিনো’ ছবিতে।

বাংলাদেশ সময় ১৮২৫, সেপ্টেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।