ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পাগলুর পাশে সারিকা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

পাগল থেকে পাগলা আর পাগলা থেকে পাগলু। এরকমই এক পাগলুর পাশে এবার দেখা যাবে সারিকাকে।

আগামী ঈদের জন্য নিমির্ত ‘পাগলু’ নাটকের নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা খ ম হাসান।

নাটকটি রচনা করেছেন শামীমুল ইসলাম শামীম, পরিচালনায় রয়েছেন জিয়াউদ্দিন আলম। ‘পাগলু’ নাটকটি প্রসঙ্গে পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, খ ম হাসানের সঙ্গে এবারই প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন সারিকা। এই জুটির প্রথম রসায়নে ঈদের দর্শকরা যে এক অন্যরকম মজা পাবেন তাতে কোন সন্দেহ নেই।

ঈদের দর্শকদের বাড়তি আনন্দ দিতে হাল আমলের দেব ও কোয়েল মল্লিক অভিনীত টালিগঞ্জের সুপার হিট মুভি ‘পাগলু’র টাইটেল সং- এর আদলে এখানেও গানটির চিত্রগ্রহণ করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে। চলচ্চিত্রের নৃত্য পরিচালক ইউসুফের কোরিওগ্রাফিতে গানটিতে পারফর্ম করবেন সারিকা ও হাসান  । নাটকটি হাস্য-রসাত্মক হলেও গল্পে আছে এক সহজ সরল গ্রাম্য ছেলের গভীর ভালোবাসার ইতিবৃত্ত। ঢাকার আশেপাশে বিভিন্ন গ্রাম্য লোকেশনে অক্টোবরের প্রথম সপ্তাহে টানা তিন দিন নাটকটির চিত্রগ্রহণ চলবে।

বাংলাদেশ সময় ১৮১০, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।