ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হয়ে উঠুন শিশুর কাছে অনুকরণীয়

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

একজন মা হিসেবে আপনি আপনার শিশুর জন্য কতটা প্রয়োজনীয়, তা নিশ্চয়ই বলে বোঝানো যাবে না। নিজের জীবনের চেয়েও প্রিয় যে সন্তান, সে তো আপনারই অংশ।

শিশু স্কুলে যাচ্ছে খুব ভালো কথা। সে একটু একটু করে এগিয়ে যাবে। কিন্তু আপনার কাছ থেকে শিশু যেন দূরে সরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তো।

শিশুর সঙ্গে আপনার বন্ধন যেন সব সময় অটুট থাকে, সেজন্য তার সঙ্গে আরো আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। পরিবারের সবার সঙ্গে মিলে মিশে থাকা, সব কিছু ছোট ভাই বোন এবং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন । আপনি অনেক ব্যস্ত থাকেন, তাই চেষ্টা করুন যতটুকু সময় পান শিশুকে সঙ্গে রাখার।

এর সঙ্গে রইল আরও কিছু পরামর্শ, দেখুন কাজে লাগানো যায় কিনা :   

ক্স    চেষ্টা  করুন সবাই একসঙ্গে খেতে।
ক্স    বাজারে যাওয়ার সময়ও নিয়ে যেতে পারেন শিশুকে।
ক্স    রান্নার সময় ডেকে নিন মাঝে মাঝে, সে বুঝতে শিখবে মা তাদের জন্য  কত কষ্ট করেন।
ক্স    সব কাজকে সম্মান করতে শেখান।
ক্স    আপনার আর্থিক অবস্থা যেমনই থাক, তাকে স্বাবলম্বী করে গড়ে তুলুন। যেন নিজের ছোট কাজগুলো সে নিজেই করে নেয়।
ক্স    ভালো কাজে পুরস্কৃত করুন।
ক্স     ভুল করলে বুঝিয়ে দিন ।
ক্স    একসঙ্গে টিভি দেখুন, কম্পিউটারে গেমস খেলুন।
ক্স    পরিবারের সবাই মিলে কয়েক দিন পরপর বাইরে কোথাও ঘুরতে যান।

সব থেকে বড় কথা বাচ্চার সামনে আপনি এমন কিছু করতে পারবেন না, যাতে করে ছোট শিশুটির মনে প্রশ্ন জাগে।

বাংলাদেশ স্থানীয় সময়  ১৪৪৫, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।