ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কর্মজীবনের প্রথম দিন

রত্না দে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
কর্মজীবনের প্রথম দিন

কর্মজীবনের প্রথম দিনের জন্য ১০ টিপস-

  •    সবচেয়ে জরুরি বিষয় হলো অফিসে ঠিক সময় মত যাওয়া। দরকার হলে প্রথম দিন হাতে সময় নিয়ে একটু আগেই পৌঁছে যান।
  •    পোশাকের ক্ষেত্রে ফর্মাল হতে হবে। মেয়েরা দেশীয় পোশাক পরতে পারেন। তবে আগে থেকে যদি অফিসের কালচার সম্পর্কে জানা থাকে, তাহলে আপনি তেমনভাবেও যেতে পারেন
  •    সহকর্মীর সঙ্গে হাসিমুখে আলাপ করুন। তবে অতিরিক্ত বন্ধুভাবাপণ্ণ ভাব দেখবেন না। তাদের বোঝার চেষ্টা করুন
  •    আপনার কাজ ভালভাবে বুঝে নিন। কাজ নিয়ে দ্বিধা থাকলে প্রশ্ন করতে ভুলবেন না
  •    প্রথম দিন বেশি কথা না বলাই ভালো। গসিপ এবং পলিটিকসের মধ্যে যাবেন না। সবার কথা মন দিয়ে শুনুন
  •    আরেকটি ব্যাপার প্রথম দিনই যে আপনি সব কাজ বুঝতে পারবেন তা নয়। তাই হতাশ হবেন না
  •    যে প্রতিষ্ঠানে আপনি কাজ করতে এসেছেন সেই প্রতিষ্ঠানের পরিবেশ, কাজের ধারা, বিভিন্ন বিভাগ, বার্ষিক রিপোর্ট, কর্মচারীদের ডেকোরাম ইত্যাদি সম্পর্কে প্রথম দিনই জানার চেষ্টা করুন
  •    তর্কে জড়াবেন না কারও সাথে। কোন মন্তব্য পছন্দ না হলে সরাসরি তাকে বলতে যাবেন না। তাতে আপনার সম্পর্কে ভুল মনোভাব সৃষ্টি হবে
  •    মেয়েদের অবশ্যই মেকআপ নিয়ে থাকতে হবে। তবে অতিরিক্ত মেকআপ নেবেন না। ব্যাগ ও জুতা লক্ষ্য রাখবেন যেন সেটা পোশাকের সাথে সুন্দর মানিয়ে যায়
  •    আর অবশ্যই যারা আপনাকে সাহায্য করেছেন, তাদের ধন্যবাদ দিতে ভুলবেন না।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।