ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কর্মজীবী মায়েদের পরামর্শ দিলেন প্যালট্রো

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

হলিউডের জনপ্রিয় ব্যস্ত অভিনেত্রী গিনেথ প্যালট্রো কর্মজীবী মায়েদের পরামর্শ দিলেন, কীভাবে চাকরি করেও কৌশল করে সংসারের চাপ কমানো যায়। প্যালট্রো খুব ভালোই জানেন বাইরের জগৎ এবং সন্তানদের কীভাবে ম্যানেজ করতে হয়।

কেন জানবেন না? তিনিও যে দুই সন্তানের জননী।

৩৮ বসন্ত পেরোনো প্যালট্রো তার দুই সন্তান অ্যাপল ও মসেস এবং তার ব্যস্ত রকস্টার স্বামী ক্রিস মার্টিনকে নিয়ে সুখী জীবনযাপন করছেন। তিনি মায়েদের প্রতি dailystar.co.uk ঠিকানায় লাইফস্টাইল পাতায় কিছু পরামর্শ দিয়েছেন।  

প্যালট্রো তার লেখায় নিজের ব্যস্ত জীবনের একদিনের কাজের তালিকা তুলে ধরেন। তিনি তার সন্তানদের স্কুলে নিয়ে যান, বাইরে কাজ করেন এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা উল্লেখ করেন।

ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের সমন্বয় করাটা কতটা কঠিন তাও বলেন প্যালট্রো।

তিনি বলেন, তার দুই সন্তানেরই আইপড রয়েছে, তবে তিনি চান তারা যন্ত্রপাতি থেকে দূরে থাকুক।  

সন্তানদের স্কুল সকালে, তাই মা প্যালট্রোকে নিশ্চিত করতে হয়, তার শিশুরা রাতে তাড়াতাড়ি বিছানায় গিয়ে ঘুমাচ্ছে।



বাংলাদেশ সময় ১৭৫০, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।