ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রান্নাঘর টুকিটাকি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ২২, ২০১১

রান্নাঘরে গিয়ে প্রতিদিনই পড়তে হয় নানা ঝামেলায়। এমনই কতশত সমস্যার মধ্য থেকে এবার ছোট কিছু সমস্যার সমাধান দেওয়া হলো আপনাদের জন্য:

রান্নার সময় সবজির গন্ধ দূর করতে হলে সামান্য পাতি লেবুর রস মিশিয়ে দিন।



বিস্কুট মচমচে রাখতে মুড়ির টিনে ভরে রাখুন।

হাতে মাছের আঁশটে গন্ধ দূর করতে হাতে সরষের তেল মেখে নিলে গন্ধ থাকে না।

কড়াইতে তেল দেওয়ার আগে যদি খালি কড়াই ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে পোড়ার দাগ ধরে না সহজে।

দুধের হাড়ি পুড়ে গেলে হাড়িতে পেঁয়াজবাটা, একটু ডিটারজেন্ট ও পানি দিয়ে কিছুক্ষণ ফোটালে এটি পরিষ্কার হয়ে যায়।

চাল ও ডালে শুকনো নিমপাতা বা মরিচ রাখলে পোকা ধরে না।

পেঁয়াজ কাটার আগে দু’টুকরো করে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে চোখ জ্বালা করে না।

ফ্রিজের মধ্যে এক প্যাকেট খাবার সোডা রেখে দিলে ফ্রিজের ভেতর আর গন্ধ থাকবে না।

গরম মশলার গুড়া এয়ার টাইট প্যাকেটে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে ।

চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ তুলতে হলে লবণ দিয়ে মাজুন।

রান্নাঘর গুছিয়ে ও পরিস্কার রাখুন।

 

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।