ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইমনের এবারের ঈদ

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

‘ঈদের আনন্দের তুলনা অন্য কিছুতে পাওয়া যায় না। ঈদ সব সময়ই স্পেশাল ইভেন্ট’।

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত তারকা ইমন এভাবেই জানালেন ঈদ ফিলিংস। তিনি বলেন, ছোট বেলায় তো ঈদের আনন্দ অনেক বেশি ছিল। তবে সে আনন্দ এখনও মলিন হয়নি।

এবারের ঈদ ইমনের কাছে একটু আলাদা মনে হবে, ঈদের সময়টায় কাতারে থাকবেন ইমন। এটা ভেবে একটু মন খারাপ হচ্ছে। মায়ের হাতের ঈদের খাবার মিস হবে।

কাতারে প্রবাসী বাঙ্গালিদের আমন্ত্রণে ইমন একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রবাসীদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখাতেই তাদের ডাকে সাড়া দিতে হচ্ছে ইমনকে।

ঈদের কেনাকাটা প্রসঙ্গে ফ্যাশন সচেতন ইমন বলেন, প্রতিবছর ঈদ সামনে রেখে ফ্যাশন হাউজগুলো নতুন ডিজাইনের পোশাক তৈরি করে। সুটিং এ প্রচুর পোশাকের প্রয়োজন হয়, তাই এ সময়ে তিনি বেশি করে পোশাক কিনে রাখেন।

শপিং এর জন্য দেশের বসুন্ধরা সিটিই তার প্রথম পছন্দ। এখানে এলেই দেশি এবং বিদেশি সব ধরণের ব্রান্ডের পোশাক এবং আনুসাঙ্গিক পন্য কেনা যায়।

রাতে শপিং করতেই ভালো লাগে ইমনের। ঈদে শুধু নিজের জন্যই নয়, পরিবারের সবাইকেও উপহার দিতে পছন্দ করেন তিনি।

ঈদের সকালে পাঞ্জাবী পড়েন ইমন। এবারও তিনি লাল একটি পাঞ্জাবী পড়বেন বলে জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।