ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রকাশ করুন অনুভূতি..

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১

আমরা সবাই এই ঐশ্বরিক অনুভূতির সাথে কমবেশি পরিচিত। ভালবাসা প্রকাশের অতুলনীয় ক্ষমতা এই অনুভূতিকে বাড়িয়ে দিতে পারে অনেকগুন।

তবে নেতিবাচক প্রকাশভঙ্গির জন্য অনর্থও কিন্তু কম ঘটে না। অনেক দামি উপহারও প্রিয়জনেরও কাছে হয়ে যেতে পারে অপ্রিয়।

আসলে আমাদের সংস্কৃতিতে ভালবাসার প্রকাশটা খুবই কম। ভালবাসার আদান প্রদান হচ্ছে চর্চার বিষয়। শুধু অভ্যাস না থাকার ফলে মনের কথাটুকু মুখে এনে বলতে পারেনা অনেকে। অনেক সময় অনুভূতির এই প্রকাশকে আমরা বিশেষ একটা গন্ডির মধ্যে ফেলে এটাকে একমুখি করে ফেলি।

মনে মনে হাজার ঠিক করে রেখেও বাবা দিবসে বাবার সামনে গিয়ে আমাদের অনেকেরই বলা হয়ে ওঠে না, বাবা আমি তোমাকে খুব ভালবাসি কিংবা মায়ের গালে চুমু দিয়ে বলতে পারি না-মা তুমি আছো বলেই, আমার পৃথিবী এত রঙ্গিন !

আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে আত্মীয় পরিজন,বন্ধুবান্ধবসহ কত না প্রিয় মানুষ! আবার কর্মস্থলে দিনের অধিকাংশ সময় সাথে থাকে সহকর্মীরা। আমরা ইচ্ছে করলেই কিন্তু তাদের কোন প্রিয় মূহুর্তের আবেশকে খানিকটা বাড়িয়ে দিতে পারি। না এর জন্যে আমাদের অনেক টাকা খরচ করতে হবে না।  

শুভেচ্ছার ভাষা অর্থ দিয়ে মাপা ঠিক নয়। একটা গোলাপ ফুলও কিন্তু হয়ে উঠতে পারে অপূর্ব সুন্দর সম্পর্কের এক নিদর্শন অথবা একটি চকলেট দিয়েও অভিনন্দন জানানো যায়।

কর্মক্ষেত্রকে আমরা একটি পরিবার মনে করি। এই পরিবারের সবার সুখে দুখে পাশে থাকাটা আমাদের দায়িত্ব।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।