ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নগরদোলায় সামার সেল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ১৩, ২০১৩
নগরদোলায় সামার সেল

নাগরিক কোলাহলে এই গ্রীষ্মের তীব্র গরমে সবারই চাই স্বস্তি এবং সেই সাথে চাই আরামদায়ক পোশাক। নগরদোলা ক্রেতাসাধারনদের মাঝে আরামের ছোঁয়া ছড়িয়ে দিতে আয়োজন করেছে ‘সামার সেল’।

এ আয়োজনের মধ্যে রয়েছে মেয়েদের সালোয়ার কামিজ, শাড়ি, কুর্তি ও ফতুয়া,  ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্ট ও পোলো শাটর্, বা”চাদের সালোয়ার কামিজ, ফতুয়া ও  পাঞ্জাবি। এছাড়াও হাউজহোল্ড, জুয়েলারি ও অন্যান্য প্রোডাক্টও ‘সামার সেল’ এর আওতায় রয়েছে।

অতিরিক্ত আকর্ষণ নগরদোলার মেয়েদের পোশাক ‘ত্রয়ী’ তেও এই ছাড় দেওয়া হয়েছে। ‘সামার সেল’ ছাড় দেওয়া হয়েছে ২০% থেকে ৬০% পর্যন্ত। ‘সামার সেল’ এর এই সুযোগ চলবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত।

এ আয়োজন শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি সোবহানবাগ ও বনানী শাখায় চলবে। নগরদোলার পণ্য সম্ভার সকল ক্রেতাসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন।

মোবাইল: ০১৭৫৭১১১৭৭৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।