ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে শেষ সময়ে দারুণ ব্যস্ত বিউটিশিয়ানরা

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

ঈদকে কেন্দ্র করে সৌন্দর্য সচেতন নারী-পুরুষ থেকে শিশু বৃদ্ধ শুধু পোশাক কিনেই ইতি টানেন নি ঈদের প্রস্তুতির। শেষ সময়ে সবাই ছুটছেন বিউটি পার্লারে।

ফলে পার্লার গুলোর কর্মীদেরও সকাল থেকে মধ্য রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে।

ঈদ আনন্দের পাশাপাশি প্রিয়জনদের সামনে নিজেকে সাজিয়ে গুছিয়ে হাজির করতে বিউটি পার্লারে ভিড় করছে কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়সী নারীরা। শহরের পাশাপাশি গ্রামের কিশোরী ভিড় করছে পার্লার গুলোতে। একটা সময় এমন দৃশ্য অনেকের কল্পনার বাইরে ছিল। পার্লার খুলে বানিজ্যিক ভাবে রুপ চর্চার কাজ করার চিন্তা কারও মাথায় আসেনি।

রাজধানীর পার্লারগুলোতে এখন উপচে পড়া ভিড়। ফেসিয়াল, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর মেনিকিউর আরও কত কী!

বিউটিশিয়ানরা যেন নিশ্বাস নেওয়ারও সময় পাচ্ছেন না। তার পরও অন্যকে সুন্দর করতে পেরে তারা আনন্দিত।




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।