ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে ঘরের সাজ

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
ঈদে ঘরের সাজ

ঈদের আনন্দ শুধু পোশাক আর গয়নার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ঈদের দিন সবার সঙ্গে কুশল বিনিময় আর আতিথিয়তার মাধ্যমে পূর্ণতা পায়। আমরা ঈদে সবচেয়ে সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে চাই।

ঠিক তেমনি আমাদের ঘরের পরিচ্ছন্নতা এবং আসবাবের বিশেষ যত্ন অন্যদের সামনে আমাদের রুচির পরিচয় তুলে ধরে।

এই অল্প সময়ে যা করতে পারি:

  • ঈদ সামনে রেখে ঘরের প্রতিটি অংশ পরিস্কার করতে হবে।
  • বিশেষ এই দিনে বিছানায় নতুন চাদর, সোফার কভার এবং কুশন আর জানালার পর্দাগুলো পাল্টে দিতে পারলে, দেখবেন পুরো বাড়ি ঈদের সাজে নতুন হয়ে উঠবে।
  • অনেক দিন ঘরের আসবাবগুলো একই জায়গায় থাকলে কিছু জিনিসের ডেকোরেশন বদলে দিন।
  • ঈদ মানেই খাওয়া-দাওয়া আর বিচিত্র সব আইটেমের রান্নাবান্না। আর তাই ঈদের দিনের আনন্দের বড় উৎস কিন্তু রান্নাঘর।
  • আর তাই রান্নাঘর গোছাতে হবে ।
  • বটি, ছুরি আগেই ধার দিয়ে আনুন এবং হাতের কাছে রাখুন। মসলার পাত্র, তাক সব পরিষ্কার করে রাখুন। সব কিছু হাতের নাগালে পেতে পারেন এমন জায়গায় রাখুন।
  • ঈদের দিন সারা দিন ধরে রান্না করলে অতিথি এলে গল্প করবেন কখন?  কাজের চাপ কমাতে কিছু বিশেষ রান্না আগেই করে ফ্রিজে রেখে দিন।  
  • প্লেট-গ্লাস, কাপ-পিরিচ, চামচ সব সেট মেলানো আর গোছানো আছে কিনা দেখে নিন।
  • শো-কেস আর আর কিচেন কেবিনেট থেকে সব কিছু বের করে পরিষ্কার করে গুছিয়ে রাখুন।
  • ঈদের দিন সাইড টেবিলে রাখা ফুলদানিতে পছন্দের তাজা ফুল রেখে দিন।

তাজা ফুলের সৌরভে ঈদের আনন্দে ভরে উঠুক আমাদের ছোট ঘর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।