ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বাস্থ্যকর পানীয় রায়তা

প্রীতি ওয়ারেছা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

রায়তা বানাতে আপনার যা যা লাগবে-

ঘরে বসানো ঘন টকদই-------আধা কে.জি
পানি------------------------২৫০ গ্রাম
পুদিনা পাতা-----------------১০০ গ্রাম
ধনে পাতা-------------------৫০ গ্রাম
কাঁচা মরিচ------------------ ১ টা
লবন ও বিটলবন ------------স্বাদমত
চিনি -----------------------২ টেবিল চামচ

প্রণালীঃ- সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল খুব কম উপকরণসমৃদ্ধ মজাদার ও স্বাস্থ্যকর পানীয় রায়তা।



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।