ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় কুমার বিশ্বজিৎ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

হিন্দুধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। পূজা উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও উৎসাহের কমতি নেই।



জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ জানালেন, পূজায় তিনি পরিবার নিয়ে ঢাকায়ই থাকবেন। সপ্তমীর দিন থেকে তিনি শহরের বিভিন্ন পূজা মন্ডপে যাবেন।
অঞ্জলি দেওয়ার সময় স্ত্রীর উপহারের পাঞ্জাবি পরবেন বলেও জানান তিনি।

ব্যবসা এবং গান নিয়ে ব্যস্ততার ফলে কুমার বিশ্বজিৎ পূজা উপলক্ষে নিজের জন্য কেনাকাটার সময় পাননি।

ছোটবেলায় সারা বছর অপেক্ষা করে থাকতেন এই পূজার জন্য উল্লেখ করে কুমার বিশ্বজিৎ বলেন, মহালয়া থেকেই তার পূজার উৎসব শুরু হতো।

তিনি বলেন, পূজার আনন্দ এখনও আছে, তবে ছোট বেলায় নিজে আনন্দ করতাম আর এখন সন্তানের আনন্দ দেখে ভালো লাগে।

বাংলানিউজের মাধ্যমে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।