ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ মেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে স্মার্ট আই(ক্ষুদ্র-কুটির শিল্প উন্নয়ন ও মহিলা কর্মসংস্থান সহায়ক প্রতিষ্ঠান) ধানমণ্ডির ডব্লিউ ভি এ মিলনায়তনে তিনদিন ব্যাপী এক ঈদ মেলার আয়োজন করেছে । আগামী ১৯ থেকে ২১  অক্টোবর পর্যন্ত ঈদ মেলায় দেশের নিপুন কারুহস্ত ও সূচি শিল্পের উদ্যোক্তা নারীদের তৈরি নক্শি কাথা, বুটিকস্, তাঁত বস্ত্র, জামদানী শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের ফতুয়া-পাঞ্জাবী এবং ছোটদের পোশাকও পাওয়া যাবে।



এছাড়াও প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য, বিছানার চাদর, পাট ও চামড়ার ব্যাগসহ নানা সামগ্রী পাওয়া যাবে মেলায়। এই মেলায় আমাদের ঐতিহ্যবাহী ঘরে তৈরি খাবারের আয়োজন থাকবে বলেও জানান আয়োজকরা।

প্রায় অর্ধশত নারী উদ্যোক্তার অংশগ্রহণে এই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।