ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সিক্স সিজনস্ হোটেলে ইফতার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
সিক্স  সিজনস্ হোটেলে ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে সিক্স  সিজনস্ হোটেলে চলছে জমজমাট ইফতার আয়োজন। বুফে অথবা সেট মেন্যু দুই ধরনের ইফতারের ব্যবস্থা রয়েছে এই হোটেলটিতে ।



সিক্স সিজনস্ হোটেলের ১৫ তলায় ঐতিহ্যবাহী আরবীয় খাবারের মজাদার স্বাদ নিয়ে শুরু হল স্কাই পুল রেস্টুরেন্ট আর সেইসাথে ১৩ তলায় বাংকা রেস্টুরেন্ট তো রয়েছেই।

স্কাই পুল রেস্টুরেন্টে পাবেন আরবীয় খাবার ল্যম্ব উইথ পটেটো, বাসবুসা, কাবসা, হামুস, ওমালী ডিজাইমাশু, লাইভ শর্মা ষ্টেশন আরও বুফে মেন্যুতে থাকছে ভেজিটেবল সমুসা, রুবিয়ান মাসউয়ী, জোজো কাবাব এবং আরও হরেক রকমের সুস্বাদু খাবার।

বাংকায় রয়েছে বাংলদেশের ঐতিহ্যবাহী ছোলাবুট, পেঁয়াজু, বেগুনী, চিকেনসমুচা, হালিম এবং  আরও হরেক রকমের ইফতার, আর রাতের বুফেতে রয়েছে চিকেন ডাম্পলিং,
কোরিয়ান চিকেন, বিফ লাসাগানা, উডন নুডুলস উইথ ভেজিটেবল, ভেজিটেবল ফ্রাইড রাইস এবং আরও নানা পদের খাবার।

বুফে ইফতারের খরচ যথাক্রমে ২০৯৯++ টাকা (স্কাই পুল রেস্টুরেন্টে) এবং ১৯৯৯++ টাকা (বাংকা রেস্টুরেন্টে)।
ঠিকানা: বাসা#১৯, রোড#৯৬, গুলশান-২,
www.sixseasonshotel.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।