ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অর্ডার করলো মাউথওয়াশ, এলো রেডমি নোট ১০! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ১৭, ২০২১
অর্ডার করলো মাউথওয়াশ, এলো রেডমি নোট ১০! 

অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে পেঁয়াজ হাতে পাওয়ার ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। কিন্তু তার উল্টোটা কি কখনো হতে পারে? যেমন একজন অনলাইনে পেঁয়াজ অর্ডার করে মোবাইল ফোন পেয়ে গেল! এটাও কি সম্ভব! হুম এমন অসম্ভব ঘটনাই এবার ঘটেছে এক গ্রাহকের সঙ্গে।

 

মুম্বাইয়ের লোকেশ দাগা নামে এক বাসিন্দা সম্প্রতি অ্যামাজন থেকে মাউথওয়াশ অর্ডার করে পার্সেল খোলার পর ব্র্যান্ড নিউ রেডমি নোট ১০ (Redmi Note 10) হাতে পেলেন।  

 

লোকেশ দাগা এক টুইটে ছবি দিয়ে অ্যামাজনকে (Amazon) উদ্দেশ্য করে জানান, মাউথওয়াশ অর্ডার করেছিলেন কিন্তু তিনি রেডমি নোট ১০ পেয়েছেন। তিনি এও লেখেন, মাউথওয়াশ অফেরতযোগ্য ছিল। তাই অ্যাপের মাধ্যমে তিনি ফেরত দিতেও পারছেন না। আরেকটি টুইটে তিনি বিল সংক্রান্ত একটি সমস্যাও সামনে আনেন।

প্যাকেজে তার নাম থাকলেও বিলে অন্য কারো নাম রয়েছে বলে দাবি তার। তিনি নোটটি ফিরিয়ে দেওয়া বা পুরো বিলটা দিয়ে দেওয়ার কথাও জানান।  

এই ঘটনা সামনে মুহূর্তে ভাইরাল হয় নেট-দুনিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। অনেকেই তার সততার প্রশংসা করছেন।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।