ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নখের হলদেটে দাগ দূর হবে দু’মিনিটে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, মে ২০, ২০২১
নখের হলদেটে দাগ দূর হবে দু’মিনিটে!

ঈদের আগে হাজার টাকা খরচ করে পার্লারে পেডিকিউর-মেনিকিউর করে আসার পর এ ক’দিনেই আবার নখগুলো উজ্জ্বলতা হারিয়ে হলদেটে হয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে মাত্র দুই মিনিটে নখ ঝকঝকে রাখার ঘরোয়া উপায় জেনে নিন।

 

খুব সহজ, শুধু একটু সাদা যেকোনো টুথ-পেস্ট নিন। প্রতিটি নখে একটু বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে ব্রাশ ভিজিয়ে আরও এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
 
এছাড়া হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে হাত ভিজিয়ে রাখন ১-২ মিনিট৷ এতে নখের হলুদ ছোপ দূর হবে৷

এবার পছন্দের ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিলেই হলো। সহজেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।
এবার স্বচ্ছ কালারের নেইলপলিশ দিয়ে দিন। যতবার নখ হলদেটে হয়ে আসবে শুধু আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিলেই অনেক দিন থাকবে ঝকঝকে নখ।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মে ২০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।