ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল এ বিশেষ আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুন ৭, ২০২১
রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল এ বিশেষ আয়োজন

রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেল এ চলছে গ্রীষ্মকালীন রাতের খাবারের বিশেষ আয়োজন। আর এবারও থাকছে দেশি, বিদেশি মুখরোচক খাবারের সমারহ।


বাহার রেনেসন্স ঢাকার মাল্টিকুইজিন রেস্টেুরেন্ট, যেখানে সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবারের আয়োজন করা  হয়ে থাকে।

এবারের আয়োজনে থাকছে তেমনি কিছু আয়োজন - হারিয়ালি চিকেন কাবাব, স্টেয়ার ফ্রাইড ল্যাম্ব উইত সিসেম সিড অ্যান্ড ভেজিটেবল, কিং পাউ ফিস উইত ড্রাইড চিলিজ অ্যান্ড সিচ্যুয়ান পপকর্ন, তানদুরি ফিস টিক্কা, মাটন সোরমানি কাবাব, বেক্ড হাওয়াইন চিকেন, অথেনটিক প্যাড থাই নুডুলস, লেমন চিকেন পিকাতা, আফগান কাবাব।  

এছাড়াও রয়েছে কয়েক ধরনের বিরিয়ানি, বিফ কালা ভুনা, থাই টম-ইয়াম বেকড চিকেন, মাটন রেজালাসহ আরও নানান স্বাদের খাবার।  
এখানেই শেষ নয় ডের্জাটে আছে আরও নানান স্বাদের মজাদার সব আইটেম। স্টাটারও থাকছে সুপ এবং সালাদের আয়োজন। আর একটি কিনলে একটি ফ্রি তো থাকছেই।  

করোনাকালে আসন সংখ্যা কমিয়ে অর্ধেক, অর্থাৎ ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। হোটেলের ভেতরে মাস্কবিহীন কোন অতিথীকে প্রবেশ করতে দেয়া হয় না এবং ভেতরে প্রবেশের পূর্বে টেমপারেচার চেক করে করা হয়।  
বাহার-এর রাতের খাবারের মূল্য জনপ্রতি পাঁচ হাজার ৫০০ টাকা।  


বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।