ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘর সাজানোর ধারণা নিতে পারেন কারিনার কাছ থেকে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১৮, ২০২১
ঘর সাজানোর ধারণা নিতে পারেন কারিনার কাছ থেকে 

নতুন বাড়ি কীভাবে সাজাবেন এটা অনেকেই বুঝে উঠতে পারেন না। কিছু আইডিয়া পেতে পারেন কারিনা কাপুরের কাছে।

 
মুম্বাইয়ের পুরোনো বাড়ির পাশে নতুন একটি বাড়ি তৈরি করেছেন সাইফ আলী খান। নতুন এ বাড়ি পুরোনো বাড়ির তুলনায় বড়। সম্প্রতি নিজের নতুন বাড়ির অন্দরমহল ঘুরে দেখালেন করিনা। জানালেন কীভাবে সাজিয়েছেন স্বপ্নের বাড়ি।  

লাল কাঠের তৈরি গদিওয়ালা বিছানা রাখা হয়েছে তারকা দম্পতির সাইফ-কারিনা শোবার ঘরে।  
পাশেই রাখা আছে লাল কাঠের তৈরি একটি টেবিল। সেই টেবিলের ওপরে রাখা এক বিশেষ ধরনের কাজ করা ল্যাম্প।
করিনার খাটের দু’পাশে ঝোলানো সাদা পর্দা। তার সঙ্গে রং মিলিয়ে সাদা চাদরের ওপর সাজানো উজ্জ্বল রঙের বালিশ।
 বাড়ির আরেকটি অংশের দেওয়াল জুড়ে নানা ধরনের বাঁধানো ছবি।
তৈমুর ও আর নতুন অতিথি কারিনা-সাইফের ছোট সন্তানের ঘর ও খেলার জায়গা সাজানো হয়েছে সব চেয়ে গুরুত্ব ও যত্ন নিয়ে।  
রয়েছে সুইমিং পুল। বাড়ির বারান্দায় করিনার হাতে তৈরি সাধের বাগান। নিজেই যত্ন নেন প্রিয় গাছের 

নতুন ও বিলাসবহুল বাড়ির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর সবাই প্রশংসা করেছেন এই তরকা জুটির রুচি ও পছন্দের।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।