ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার ফুড ডেলিভারি দেবে লিঙ্গ রূপান্তরিতরা  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এবার ফুড ডেলিভারি দেবে লিঙ্গ রূপান্তরিতরা  

সমাজে হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত মানুষদের মূল ধারায় যুক্ত করতে ও হিজড়া জনগোষ্ঠীর জন্য স্বাভাবিক কাজে সমৃক্ততা বাড়াতে এগিয়ে এসেছে ফুডপ্যান্ডা।  
ট্রান্সে অ্যান্ড-এর সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 খাবার ও গ্রোসারি ডেলিভারি দিতে যোগ্য করে তুলতে হিজড়াদের তিন সপ্তাহের প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।  

কাজের সুবিধার জন্য রাইডারদের ডেলিভারি উপকরণ সাইকেল ও স্মার্টফোনও দেওয়া হয়েছে।  

প্রাথমিকভাবে, ঢাকা ও চট্টগ্রামে ২০ জন রাইডার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্য ও লিঙ্গ রূপান্তরিত সম্প্রদায়ে র আরও বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যে ফুডপ্যান্ডার প্যান্ডামার্ট ডার্ক স্টোরে ওয়্যারহাউস কর্মী হিসেবেও কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।