ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন আসতে দেখেও রাস্তা পার হতে গিয়ে  প্রাণ হারালেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ট্রেন আসতে দেখেও রাস্তা পার হতে গিয়ে  প্রাণ হারালেন যুবক প্রতীকী ছবি

খুলনা: রেল স্টেশন ক্রস ক‌রছিল ট্রেন। এটা দেখেও রেললাইন ও রাস্তা পার হ‌তে যাচ্ছিলেন যুবক।

ট্রেন‌টি তার ওপর দি‌য়ে চ‌লে যায়। ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু যুবকের।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে খুলনা নগরী‌র দৌলতপুর স্টেশ‌নের কা‌ছে এ ঘটনা‌টি ঘ‌টেছে। খুলনা অভিমুখী সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে কাটা পড়েন রুবেল মিয়া (২৫) নামের সেই  যুবক।  

নিহত যুবক নগরীর খালিশপুর হাউজিং স্টেট বাজার ৭ নং ক্যাম্প এলাকার আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে রাজশাহী থে‌কে খুলনাগামী এক‌টি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস ক‌রছিল। ট্রেন আস‌তে দে‌খেও রু‌বেল রাস্তা পার হ‌তে যায়। এ সম‌য়ে ট্রেন‌টি তার শরী‌রের ওপর দি‌য়ে চ‌লে যায়।  

রেলও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোল্লা খ‌বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে যুবকের রু‌বে‌লের দ্বিখ‌ন্ডিত দেহ খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে পুলিশ। তার প‌রিচয় নি‌শ্চিত হ‌য়ে প‌রিবার‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।