ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিজয়ের মাস বরণে শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
সিলেটে বিজয়ের মাস বরণে শোভাযাত্রা

সিলেট: মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরে পাক হানাদারমুক্ত একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বিজয় উল্লাসে মেতেছিল বীর বাঙালি। সেই থেকে আজও বিজয়ের মাসকে বরণ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের শ্রদ্ধা নিবেদন ছাড়াও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।  

মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করেছে।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

বিজয় র‌্যালিতে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নারী নেত্রী নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।  

শোভাযাত্রায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে শহীদ মিনার বেদিতে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।