ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জিডির তথ্য সংগ্রহ করে পুলিশ পরিচয়ে প্রতারণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জিডির তথ্য সংগ্রহ করে পুলিশ পরিচয়ে প্রতারণা গ্রেপ্তার মো. ফারুক হোসেন

ঢাকা: এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)  কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি বলছে, তিনি জিডির তথ্য সংগ্রহ করে পুলিশ পরিচয়ে অভিনব উপায়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৪৬)। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

বিকেলে রাজধানীর মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে সিটিটিসির ই-ফ্রড টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, ফারুক থানায় নিখোঁজ জিডির তথ্য বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতেন। এরপর তিনি জিডি করা ব্যক্তি সম্পর্কে খোঁজ নিয়ে তার সঙ্গে থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা সেজে যোগাযোগ করতেন।  

জিডি করা ভুক্তভোগীরা ফোনকল পেয়ে ভাবতেন তিনি থানার কর্মকর্তা। আর এই সুযোগ কাজে লাগিয়েই ফারুক সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।  
শুধু তাই নয়, ফারুক কখনো কখনো নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তির নামে জিডি করা ব্যক্তি, পরিবার বা আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেন।  

গোপন তথ্যের ভিত্তিতে প্রতারক ফারুক সম্পর্কে জানতে পারে সিটিটিসি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সিটিটিসির ই-ফ্রড টিম।  

পরে রাজধানীর মৌচাক এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।