ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
পঞ্চগড়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহাকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

জানা গেছে, ফিজিসিয়ান স্যাম্পল রাখা ও লাইসেন্স নবায়ন না করায় জান্নাত ফার্মেসিকে এক হাজার; নির্দিষ্ট নামে প্যাকেট ব্যবহার না করায় জেসমিন বেকারিকে তিন হাজার ও মূল্য তালিকা না রাখার দায়ে মন্টু স্টোরকে এক হাজারসহ মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।