ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক (৪৫) নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ভোরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর কাজিমুরা গ্রামের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বাংলানিউজকে বলেন, রাতে যে কোনো সময় বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর কাজিমুরা গ্রামের মাঝখানে শফিক মাস্টারের বাড়ির সামনে ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন- নিহতের নাম-পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তে জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।