ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
বরগুনায় ইয়াবাসহ আটক ২

বরগুনা: বরগুনা সদর উপজেলা থেকে পৃথক অভিযানে ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বুধবার (৩০ নভেম্বর) বরগুনা জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

আটকরা হলেন- রুমা আক্তার (২৫) ও সোহরাব বেপারী (৫০)।

আটদের বিরুদ্বে বুধবার রাতেই বরগুনা থানায় মাদক নিয়ন্রন আইনে মামলা দায়ের করা হয়।  

জেলা  ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান জানান, বুধবার রাতে বুড়িরচর ইউনিয়নের বড়লবনগোলা গ্রামে অভিযান চালিয়ে রুমা আক্তারের কাছ থেকে ২৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রুমা একই রাতে পৃথক আরও একটি অভিযানে বরগুনা সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রাম থেকে সোহরাবকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।