ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগ‌ঞ্জে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
বাকেরগ‌ঞ্জে ককটেল বিস্ফোরণ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ড‌টি রোডে বিকট শ‌ব্দে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ সদরের টিঅ্যান্ডটি মোড় এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা  ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লাল টেপ মোড়ানো জর্দার কৌটা উদ্ধার করা হয়। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হচ্ছে শব্দ দু‌টি ককটেল বিস্ফোরণের।

তিনি জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডি‌সেম্বর ০১, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।