ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে ইয়াবাসহ সাত মামলার আসামি গেদা গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
বালিয়াকান্দিতে ইয়াবাসহ সাত মামলার আসামি গেদা গ্রেফতার  গ্রেফতার নায়েব আলী ওরফে গেদা

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ সাত মামলার আসামি নায়েব আলী ওরফে গেদাকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  

শনিবার (৩ ডিসেম্বর) রাতে তাকে উপজেলার তালপট্টি চেয়ারম্যান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গেদা জেলা সদর উপজেলার চরবেনীনগর গ্রামের মৃত বালাজ উদ্দিন শেখের ছেলে।  

জানা গেছে, গোপন সংবাদের গতকাল শনিবার রাতে তালপট্টি চেয়ারম্যান মোড়ে একটি স’মিলের সামনে রাস্তার ওপর থেকে ৫১০টি ইয়াবা ট্যাবলেটসহ গেদাকে গ্রেফতার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। তার নামে আগে  সাতটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।