ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষকের বিচার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ছাত্রীকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষকের বিচার দাবি

ফরিদপুর: সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের বিচার দাবিতে মানববন্ধন করেছে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজার রহমান নিলু খলিফা, স্থানীয় মীর হায়দার, সুবান শিকদার, শিক্ষার্থী মোসা. হাবিবাসহ আরও অনেকে।  

এ সময় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচার দাবি করেন বক্তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন নকল করার অভিযোগে ভুক্তভোগী ওই ছাত্রীর খাতা নিয়ে যান ডিউটি শিক্ষক। পরে প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন ঘটনা শুনে ওই ছাত্রীকে তার আলাদা কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে জড়িয়ে ধরে তার স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে তার মুখ বন্ধ করে রাখেন তিনি।  

পরে এ ঘটনায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এইচএআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।