ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিপ্লব, সম্পাদক ঝন্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
পুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিপ্লব, সম্পাদক ঝন্টু

রংপুর: সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  এতে ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন  করা হয়।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে কেন্দ্র কর্তৃক অনুমোদিত কমিটির কাগজপত্র রংপুর জেলা কমিটির কাছে পৌঁছালে জোটের সদস্যরা সন্তোষ প্রকাশ করে কার্যক্রমকে বেগবান করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  

এর আগে, শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় কমিটির অনুমোদন দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে।

কমিটির অন্যরা হলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারা বেগম, ডা. মফিজুল ইসলাম মান্টু, অধ্যাপক ডা. আব্দুর রউফ, অধ্যাপক আব্দুস সোবহান, সুফিয়া খাতুন, মোস্তফা তোফায়েল হোসেন, ব্রজ গোপাল রায়, নজরুল ইসলাম চাঁদ, এসএম আব্দুর রহিম, রেজিনা সাফরিন ও এ. কে. এম মোস্তাফিজুর রহমান।

অনুমোদিত কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, সভাপতি পদে নাট্যব্যক্তিত্ব বিপ্লব প্রসাদ, সহ-সভাপতি মনজিল মুরাদ লাভলু, অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতী, স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এলাহী ফারুক, অ্যাডভোকেট আতিকুল আলম কল্লোল, মেরিনা লাভলী, মোহাম্মাদুল হক মুকুল, রুপু মজুমদার, কোষাধ্যক্ষ মো. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক বিজয় প্রসাদ তপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির সুমন, সাংস্কৃতিক সম্পাদক সুনীল সরকার, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, উপ-দপ্তর সম্পাদক কায়েফুল ইসলাম বাঁধন, সাহিত্য সম্পাদক মৌসুমী সরকার ঋতা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম জীবন, অনুষ্ঠান ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক এস.বি সুমন, সহ-অনুষ্ঠান ও মঞ্চ ব্যবস্থাপনা সম্পাদক নুজহাত সাকি, আবৃত্তি বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাহার ও চারুকলা সম্পাদক আহসান আহমেদ।

এছাড়াও কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সুশান্ত ভৌমিক, শাহ আলম, ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, অনিন্দ্য আউয়াল, সারথী সাহা, শহিদুল ইসলাম হীরা, কামরুজ্জামান শাহিন, অ্যাডভোকেট বিভ‚তিভূষণ সুমন, রনজিৎ কুমার রায় ও হরি চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।