ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি বিশেষজ্ঞদের রাশিয়ায় পারমাণবিক সুরক্ষা কোর্স অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
বাংলাদেশি বিশেষজ্ঞদের রাশিয়ায় পারমাণবিক সুরক্ষা কোর্স অনুষ্ঠিত

ঢাকা: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় সম্প্রতি বাংলাদেশি বিশেষজ্ঞদের জন্য রাশিয়ায় পারমাণবিক সুরক্ষা বিশেষ কোর্স অনুষ্ঠিত হয়েছে ৷ পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার স্বার্থে পারমাণবিক বস্তুর হিসাব রক্ষণ এবং নিয়ন্ত্রণ বিষয়ক এই বিশেষ কোর্স আয়োজন করে রাশিয়ার রোসাটম টেকনিক্যাল একাডেমির সেন্ট পিটার্সবার্গ শাখা।

রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, পারমাণবিক সুরক্ষায় নিজস্ব জনবল তৈরির ব্যাপক পরিকল্পনায় সহায়তার জন্য আইএইএর কাছে পাঠানো বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে এই কোর্সটি পরিচালিত হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় সংস্থার বিশেষজ্ঞরা কোর্স চলাকালে পারমাণবিক বস্তুর হিসাবরক্ষণ ও নিয়ন্ত্রণ বিষয়ে আন্তর্জাতিক চর্চার ভিত্তিতে সুপারিশ করা পন্থা ও পদ্ধতি বিষয়ে শিক্ষা লাভ করেন।

আইএইএ, গ্লোবাল নিউক্লিয়ার সেইফটি ও সিকিউরিটি ইন্সটিটিউট (জিএনএসএসআই) এবং রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর এনভায়রণমেন্টাল অ্যান্ড নিউক্লিয়ার সুপারভিশনের প্রশিক্ষকরা কোর্সটি পরিচালনা করেন। তারা আইএইএর প্রকাশনায় যে সব ব্যবহারিক সুপারিশ রয়েছে তার ব্যাখ্যা দেন, মূল ধারণা সম্পর্কে আলোচনা করেন, পারমাণবিক সেফগার্ড ও সিকিউরিটির জন্য পারমাণবিক বস্তুর হিসাবরক্ষণ ও নিয়ন্ত্রণের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরার পাশাপাশি এক্ষেত্রে নিজস্ব ব্যবহারিক অভিজ্ঞতাও শেয়ার করেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিরা ভবিষ্যতেও এ জাতীয় কোর্স আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। সবাই এ ব্যাপারে একমত হন যে, তিন দিনের এই কোর্সে অর্জিত জ্ঞানকে আরও সুসংবদ্ধ করার জন্য আইএইএর সহায়তায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্স আয়োজন করা যেতে পারে, যেখানে অংশগ্রহণকারীরা ব্যবহারিক জ্ঞান অর্জন ও বিভিন্ন ল্যাবরেটরি ভিজিটের সুযোগ পাবেন।

রুশ সরকারের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ চলছে ৷ এ কারণেই পারমাণবিক সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ৷

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।