ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোল্লাহাটে ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
মোল্লাহাটে ট্রলি উল্টে চালক নিহত প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ইটবাহী ট্রলি উল্টে এর চালক মুরসালিন (৩০) নিহত হয়েছেন।  

রোববার (০৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোল্লাহাট উপজেলার গাওলা মাদরাসা ঘাট নামক স্থানে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরসালিন উপজেলার গাড়ফা গ্রামের লায়েব আলীর ছেলে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, ট্রলিতে ইট নিয়ে রাস্তা থেকে নামার সময় ট্রলিটি উল্টে যায়। এতে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়েন চালক মুরসালিন। এ অবস্থায় স্থানীয়রা মুরসালিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মুরসালিন মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।