ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভয় দেখিয়ে নয়, দেশ চালাতে ভোটে  জিতে আসতে হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
ভয় দেখিয়ে নয়, দেশ চালাতে ভোটে
 জিতে আসতে হয়

সিরাজগঞ্জ: স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমপি তানভীর শাকিল জয় বলেছেন, সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। বিএনপি ও জামায়াতের দোসররা দেশের অগ্রগতি চায় না।

আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ভয় দেখিয়ে ক্ষমতা দখল করা যায় না। দেশ চালাতে হলে ভোটের মাধ্যমে নির্বাচনে জিতে দেশ চালাতে হয়।

রোববার (৪ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা বিধৌত চরগিরিশ ইউনিয়নের ছালাল নাসিম নগর বাজারে মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির তিনি উদ্দেশে এসব কথা বলেন।  

শাকিল বলেন, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই বাংলার মানুষ আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করবে।  

চরগিরিশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লা, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারসহ অনেকে।  

প্রসঙ্গত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে মুজিব কিল্লার নির্মাণ কাজ শুরু করা হলো। এতে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৩০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।