ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে  এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার বেলা পৌনে ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ফরিজপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আবু নাইম (৪৫)। তার বাড়ি বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে।  

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সিলেটমুখী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা কুমিল্লামুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবু নাইমসহ দুই পরিবহনের ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু নাইমকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, মরদেহ থানায় আছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা থানায় আনা হয়েছে। বাসের চালকসহ আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।