ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
হরিণাকুন্ডুতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে আমিদুল ইসলাম জনি (২৪) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হরিনাকুন্ডু বাজারের কসাই মোড়ে মুন্সী মোবাইল ফোনের দোকানের ভিতর এ ঘটনাটি ঘটে।

 

নিহত হামিদুল ওই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়া রহমান মুন্সির ছেলে।  

স্থানীয়রা জানান, দোকানের ভিতর গোমড়ানোর শব্দ শুনে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায় জনির দুই হাতের কব্জি কাটা ও গলায় চাকু ঢোকানো অবস্থায় পড়ে আছে।  

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হলো এখনই বলা সম্ভব হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।