ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
মাগুরায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

মাগুরা: মাগুরায় দলতি জনগোষ্ঠীর বিশ্ব মানবিক মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও করেছে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক ও গবেষক কাজী তাসুকুজ্জামান, কবি ওয়াহিদ কামাল বাবলু, সমীরচক্রবর্তী প্রমুখ।

এ মানববন্ধনে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত আইন প্রণয়ন করা, সামাজিক নিরাপত্তা বরাদ্দ বাড়াতে হবে, পরিচ্ছন্নতাকমীদেরও পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদেরও সুরক্ষার সব উপরকরণ দিতে হবে, চাকরিতে দলীত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা, দলিত সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধে উদ্যোগ নেওয়াসহ ৮ দফা দাবি তুলে ধরেন বক্তরা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।