ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় শ্বাশুড়িকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক এক দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শ্বাশুড়িকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।