ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পোরশায় গাছ থেকে পড়ে আদিবাসী ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
পোরশায় গাছ থেকে পড়ে আদিবাসী ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর পোরশায় গাছ থেকে পড়ে সুধির (৫৪) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ ডিসেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

নিহত সুধির উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রনাইল (চরা পাড়া) গ্রামের কালুর ছেলে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বাড়ির কাছে একটি তাল গাছে রস নামাতে উঠে। এ সময় শরীরের ভারসাম্য ঠিক করতে না পেরে গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুত্ব আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে তার মৃত্যু হয়।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।