ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ডিমলা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আর নেই

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সরকার (৬৫) আর নেই।  

বুধবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে নিজ বাসায় মৃত্যু হয় তার।

তার বয়স হয়েছিল প্রায় বছর।  

পারিবারিক সূত্র জানায়, ভারতে চিকিৎসা শেষে সম্প্রতি তিনি বাসায় আসেন। বুধবার রাতে অসুস্থ হয়ে মারা যান তিনি। তার বড় ভাই নীলফামারী-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।