ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ মানবপাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
বান্দরবানে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ মানবপাচারকারী আটক

বান্দরবান: বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮জন মিয়ানমার নাগরিকসহ ৫জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা।  

সূত্রে জানা যায়, বাংলাদেশি কয়েকজন মানবপাচারকারীর সহায়তায় পালিয়ে আসা বেশ কিছু মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল।

এসময় অবৈধভাবে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮জন মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবির সদস্যরা। আটকদের মধ্যে ১০ জন নারী, ১২ জন পুরুষ ও ৩৬ জন শিশু রয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে আলীকদম বিজিবির-৫৭ ব্যাটালিয়নের সদস্যরা।
এসময় অবৈধভাবে মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশে সহযোগিতার কাজে যুক্ত থাকার অপরাধে আলীকদমের বাসিন্দা ৫ মানব পাচারকারীকে আটক করেছে বিজিবির সদস্যরা। পরে আটকদের যাচাই বাছাই শেষে বিজিবি সদস্যরা তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, আর সর্বশেষ ২০২৪ সালের ১১ নভেম্বর বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮৪জন নাগরিককে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে পরে তাদের আবার মিয়ানমারে পুশব্যাক করে বিজিবি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।