ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে আরেক শহীদের জানাজা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
শহীদ মিনারে আরেক শহীদের জানাজা অনুষ্ঠিত শহীদ মনিরুজ্জামানের জানাজা

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের আরেক শহীদ মনিরুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আব্দুল কাদের, হামযা মাহবুব, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমসহ অভ্যুত্থানে অংশ নেওয়া একাধিক ছাত্রনেতা।  

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌ সেনা মনিরুজ্জামান সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মনিরুজ্জামানের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার হাত ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হাসপাতাল থেকে রিলিজও পেয়েছিলেন। হঠাৎ গত পরশু অসুস্থ হয়ে পড়েন তিনি।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।