ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে ঝরল ১১ প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
সড়কে ঝরল ১১ প্রাণ ফাইল ফটো

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।



বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকঘর-মাঝিপাড়া সড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪), শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশার চালক নুরুল ইসলাম (৪৮)।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার মাদারজানি এলাকায় গাড়িচাপায় এক যুবক নিহত হন।

নিহত ফয়সাল হোসেন (২০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আগ ছাওয়ালী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্লা টুটুল জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামে নসিমন উল্টে শাকিল খান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা শহরের বাইপাস সড়ক ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার কন্দরপদিয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও একই জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে এলাকার শফিকের ছেলে হোসাইন (৩)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব্রত রায় ও দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় ট্রাকের ধাক্কায় আশরাফ আলী (৪১) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুপুর আড়াইটার দিকে নড়াইল-লোহাগড়া প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ যশোর শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন রোডের বাসিন্দা হাসেম আলী তালুকদারের ছেলে।  

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় টুটুল দত্ত (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআই/জেডএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।