ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে দুইটি খালের পুনঃখনন কাজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
মিঠামইনে দুইটি খালের পুনঃখনন কাজ উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় চেরাপুর ও কুড়েরখাল নামে দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের ফুলপুর এলাকায় পুনঃখনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

চেরাপুর খালের জন্য ৮ কোটি ৮৩ লাখ টাকা ও কুড়ের খালের জন্য ৬৭ লাখ টাকা বরাদ্দে কাজটি করছে পানি উন্নয়ন বোর্ড।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের সভাপতিত্বে খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার, মিঠামইন পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মিঠামইন উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের ইবনে মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ডালিম, কায়সার আহমেদ ডালিম, কেওয়ারজোর ইউনিয়ন
পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।