ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাদকসহ ৬ কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
মাদকসহ ৬ কারবারি গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত পর্যন্ত অভিযান চালিয়ে র‍্যাব-৩ তাদের গ্রেফতার করে।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর টিকাটুলিতে অবস্থিত র‍্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসজেএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।