ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ঘোড়দৌড় অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
শেরপুরে ঘোড়দৌড় অনুষ্ঠিত

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার ষাইট কাকড়া বিলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে হাজার হাজার মানুষের উপস্থিতির মাধ্যমে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় পৌর কাউন্সিলর রাসেল মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিলের পাশে বসে মেলা। উদ্যেক্তারা জানান, আরও অন্তত তিন ধাপে খেলা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত খেলায় দেশের শতাধিক ঘোড়দৌড়বিদ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

২০ বছর ধরে এই বিলের পাশে পৌষ মাসে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। এবারের দৌড় প্রতিযোগিদের জন্য থাকছে ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ অন্তত ২৫টি পুরস্কার।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।