ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী শহরের ৫ থানার ওসি পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
রাজশাহী শহরের ৫ থানার ওসি পদে রদবদল

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এক অফিস আদেশে এ পরিবর্তন এনেছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, কোনো কারণ নেই। রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির পাঁচ থানায় এ রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

এদিকে আদেশে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে কাশিয়াডাঙ্গা থানা থেকে চন্দ্রিমা থানায় বদলি করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা থানার ওসি এমরান হোসেনকে বিমানবন্দর থানায়, বিমানবন্দর থানার ওসি মো. মশিউর রহমানকে কাশিয়াডাঙ্গা থানায়, মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আরিফুল ইসলামকে গোয়েন্দা শাখায় (ডিবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিরুল ইসলামকে মতিহার থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।  

আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।