ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতা নিখোঁজ, উদ্ধারের দাবিতে বান্দরবান-রাঙামাটি সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ছাত্রলীগ নেতা নিখোঁজ, উদ্ধারের দাবিতে বান্দরবান-রাঙামাটি সড়ক অবরোধ

বান্দরবান: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধ টানা ৩৬ ঘণ্টা চলবে বলে জানানো হয়েছে।

এতে অনেকেই বাসস্টেশানে এসে চরম দুর্ভোগে পড়েছেন।

এদিকে অবরোধের কারণে এদিন ভোরের পরে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে কোনো বাস চলাচল করতে পারেনি। হঠাৎ করেই সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় বিপাঁকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বান্দরবান শৈলশোভা পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমল দাশ জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রলীগের এক নেতা দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদের ডাকে সড়ক অবরোধ শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া থেকে নিখোঁজ হন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন। তাকে উদ্ধারে এ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সচেতন নাগরিক পরিষদ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।